শ্রমিক অসন্তোষে পদ্মা ব্লোয়িংয়ের ৮ কর্মকর্তা ১৮ ঘণ্টা অবরুদ্ধ
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৬:৫৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

শ্রমিকদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে বরিশালের পদ্মা ব্লোয়িং লিমিটেডের ৮ কর্মকর্তাকে আটকে রেখেছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। হামলাকারীদের বিচারের দাবিতে তাদের প্রায় ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, তাদের ওপর হামলার ঘটনায় কোম্পানির মালিকপক্ষ ও কর্মকর্তারা জড়িত ছিলেন। তারা বলেন, আমাদের ওপর যারা হামলা চালিয়েছে, আমরা তাদের বিচার চাই।
জানা গেছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কারখানার মূল ফটকে পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক নয়নসহ ৪-৫ জনের ওপর হামলা চালায় বহিরাগতরা। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি বেল্লাল হোসেন বলেন, আমরা সম্প্রতি শ্রমিক ইউনিয়নের নিবন্ধন পেয়েছি, যা মালিকপক্ষ মেনে নিতে পারছেন না। এ কারণেই তারা বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় ৪-৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। যতক্ষণ না সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে, আমাদের আন্দোলন চলবে।
আরেক আন্দোলনকারী সোহাগ বলেন, আমরা ৭-৮ জন কর্মকর্তাকে আটকে রেখেছি। তারা হামলাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং একসঙ্গে খেতেন। সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হবে না।
অবরুদ্ধ কর্মকর্তাদের একজন ইকবাল হোসেন বলেন, শিফট পরিবর্তনের পর বৃহস্পতিবার রাতে আমাদের ডিউটি শুরু হয়। শুনেছি গেটের বাইরে শ্রমিকদের মধ্যে ঝামেলা হয়েছে। এরপর থেকে আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা অসুস্থ হয়ে পড়ছি।
আরেক কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা শুধু নিয়মিত ডিউটি পালন করতে এসেছি। তারপর থেকে আমাদের আটকে রাখা হয়েছে।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পদ্মা ব্লোয়িং লিমিটেডের শ্রমিকরা বর্তমানে দুটি ভাগে বিভক্ত। সম্প্রতি একটি পক্ষ শ্রমিক ইউনিয়নের সনদ পাওয়ায় বিরোধ আরও বেড়ে যায়। সর্বশেষ বৃহস্পতিবার রাতে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে এক পক্ষ কারখানার ভেতরে ভাঙচুর চালিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। একটি পক্ষ লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
উল্লেখ্য, পদ্মা ব্লোয়িং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার একটি প্রতিষ্ঠান।