র্যাবের গাড়ি ও বাস মুখোমুখি সংঘর্ষে এএসআইসহ নিহত ২, আহত ২১
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পটুয়াখালীর ফতুল্লায় র্যাবের গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক এএসআইসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।
আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
দুর্ঘটনায় নিহতরা হলেন- র্যাবের গাড়িচালক সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হালিম (৩৫) ও র্যাব পরিবারের এক শিশু। গুরুতর আহতদের পটুয়াখালীর সিএমএইচ ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, পরিবার নিয়ে একটি মিনিবাসে কুয়াকাটায় যাচ্ছিলেন র্যাব সদস্যরা। পথিমধ্যে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার ফতুল্লা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এএসআই আব্দুল হালিম মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরেকটি শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন।
আমার বার্তা/এল/এমই