সাতক্ষীরায় ১০৮ টি হারানো মোবাইল ও সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৭:২৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে উদ্ধার করা ১০৮টি হারানো মোবাইল ফোন ও বিকাশ-নগদের মাধ্যমে প্রতারণা করে নেয়া ৩ লাখ ৬০ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনের কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
 
হারানো মোবাইল ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা জানান, ফোনগুলোর ভেতরে ছিল গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পরিবারের মূল্যবান ছবি।
 
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত ২২৫টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছিল। এর মধ্যে পুলিশ ১০৮টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়। পাশাপাশি বিকাশ ও নগদের ভুল নম্বর বা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকার মধ্যে ২০ জন ভুক্তভোগীর ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করে ফেরত দেয়া হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘প্রযুক্তি যত উন্নত হচ্ছে, অপরাধ তত জটিল হচ্ছে। জনগণের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই বিশেষ সেল গঠন করা হয়েছে। দ্রুত তথ্য দিলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি।’
 
এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাক হওয়া ২১টি অ্যাকাউন্ট পুনরুদ্ধার এবং অনলাইন হয়রানির শিকার ৮ নারীকে সরাসরি পরামর্শ ও সেবা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডিআইও-১ মনিরুল ইসলাম প্রমুখ।
 
উল্লেখ্য, জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পরিসংখ্যান অনুযায়ী, ইউনিটটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৪৯টি মোবাইল ফোন উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ ৩৫ হাজার টাকা। এছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে নেয়া ৪৩ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফেরত দেয়া হয়েছে।

আমার বার্তা/এল/এমই