পিরোজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৩:১৯ | অনলাইন সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি:

“স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার নায়ক হোন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন করেছে পিরোজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোর্তুজা, সহকারী কমিশনার মোঃ জাকির হোসেন এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ কাদিরুল মুকতাদির।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার। তিনি হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, “সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়া একটি সহজ অথচ অত্যন্ত কার্যকর উপায়, যা ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও নিউমোনিয়ার মতো সংক্রামক রোগ প্রতিরোধে সহায়ক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী মোঃ আল আমিন সহ অন্যান্য কর্মকর্তা,- কর্মচারী, ব্র্যাক এনজিও প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের মধ্যে এই অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। হাত ধোয়ার মতো সহজ সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারলেই “সুস্থ ও সুন্দর বাংলাদেশ” গড়ে তোলা সম্ভব।
আমার বার্তা/মো. মনিরুল ইসলাম চৌধুরী/জেএইচ