টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সাহাব উদ্দিন সরকার রোডের গলিতে এ ঘটনা ঘটে। জাহিদুল আহসান জিহাদ (২১) টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের আরএসি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মাগরিবের নামাজের পর ভিকটিম জিহাদ তার মায়ের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে পলিটেকনিকের চতুর্থ সেশনের ফি রকেটের মাধ্যমে জমা দেওয়ার জন্য কলেজ রোডের দিকে যাচ্ছিলেন। পথে আউচপাড়ার সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে ঢুকলে অজ্ঞাতনামা ৪/৫জন ছিনতাইকারী ভিকটিম জিহাদ ও তার বন্ধু রহমান, আরিফ হোসেনের গতিরোধ করে। এসময় রহমান এবং আরিফ হোসেন দৌড়ে পালিয়ে যায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা ঘটনাস্থলে জিহাদকে একা পেয়ে ছুরিকাঘাত করে। এসময় আহত জিহাদ তাদের ধাওয়া করার চেষ্টা করলে অধিক রক্তপাতে ফুটপাতে পড়ে যান।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে জিহাদ মারা যান। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গভীর রাতে অভিযান চালিয়ে এরশাদ নগর এলাকা থেকে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ছুরিকাঘাতে জাহিদুল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। এ ব্যাপারে চারজনকে আটক করা হয়েছে। এছাড়া অপর আসামিদের গ্রেফতারের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমার বার্তা/এল/এমই