ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে শিক্ষার্থীসহ দগ্ধ ৮

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৬:১২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ব্রাহ্মণবাড়িয়া দারুল নাজাত মহিলা মাদ্রাসায় জানালা দিয়ে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিদগ্ধ হয়ে মাদ্রাসার ৭ শিক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল পরে রাজধানীর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ‘দারুল নাজাত মহিলা মাদ্রাসার পাশ ঘেঁষে চলে গেছে হাই বোল্টের বৈদ্যুতিক তার। বুধবার বিকেল পাঁচটার দিকে মাদ্রাসার দারোয়ান কাম বাবুর্চি আলেয়া বেগম জানালার গ্রিলে পড়ে থাকা একটি কাপড় স্টিলের এসএস পাইপ দিয়ে আনার চেষ্টা করেন। এ সময় মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থীও কাপড় আনার বিষয়টি প্রত্যক্ষ করছিলেন। অসতর্কতার কারণে স্টিলের এসএস পাইপটি হাই ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। মুহূর্তেই বিকট শব্দে আগুনের ফুলকি সৃষ্টি হয়। এ সময় আলেয়া বেগমসহ মাদ্রাসার আট শিক্ষার্থী আহত হন। 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যেক্ষদর্শী এবং স্থানীয়রা মাদ্রাসার পাশে এমন অপরিকল্পিত হাইভোল্টের বিদ্যুতের তার অরক্ষিত ভাবে থাকা নিয়ে ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেন।

আমার বার্তা/এল/এমই