সিলেটে রোববার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে সাবেক মেয়র আরিফুল হক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

উন্নয়ন বৈষম্য দূরীকরণে আগামী রোববার (২ নভেম্বর) সিলেট নগরীতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ওইদিন বেলা ১১টায় সিটি পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ন্যায্য দাবি আদায়ে গঠিত ‘সিলেট আন্দোলন’ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসায় মতবিনিময় সভা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, উন্নয়নের ক্ষেত্রে সিলেট নানাভাবে বঞ্চনার শিকার। কোর্ট পয়েন্টে গত ১২ অক্টোবরের সমাবেশ থেকে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এরই পরিপ্রেক্ষিতে ‘সিলেট আন্দোলন’ আগামী রোববার অবস্থান কর্মসূচি পালন করবে।
 
সভায় আরিফুল হক চৌধুরী বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রেও সিলেট সবচেয়ে পিছিয়ে রয়েছে। ২০২১ সালে সিলেটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রাস্তা-ঘাট সংস্কারের জন্য ২৪০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। এছাড়া বাদাঘাটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পেও অগ্রগতি নেই, যা আগামী রমজানে পানির সংকট সৃষ্টি করতে পারে।
 
তিনি জানান, সম্প্রতি তিনি সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা এবং রেল উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা জানিয়েছেন, ঢাকা-সিলেট মহাসড়কের পরিস্থিতি এখন অনেকটা উন্নত হয়েছে, তবে রেল অবকাঠামো ও টিকিট ব্যবস্থায় এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। উপদেষ্টা সিলেটের জন্য ১০টি নতুন রেল বগি বরাদ্দের আশ্বাস দিয়েছেন।
 
সিলেটের মানুষ তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলেও জানান আরিফুল হক চৌধুরী। বলেন, ‘সিলেটের উন্নয়ন বৈষম্য ঘোচাতে এখন রাজপথে নামা ছাড়া কোনো বিকল্প নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
 
তিনি ইমামদের শুক্রবার জুমার খুতবায় বিষয়টি তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডার দায়িত্বশীলদেরও সিলেটের ন্যায্য দাবির বিষয়টি জনগণের সামনে তুলে ধরতে অনুরোধ জানান।
 
এছাড়া, শনিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (র.) দরগাহ চত্বর থেকে কর্মসূচির সমর্থনে একটি মশাল মিছিল বের করার সিদ্ধান্ত হয় সভায়।

আমার বার্তা/এল/এমই