মধ্যরাতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:৪৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী ৬টি বাসে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাসগুলোর ৬ চালককে ২ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা মাদরাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় মৎস্য বিভাগ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আটককৃত বাস চালক রুবেল হোসেন বলেন, আমি জানতাম না আমার গাড়িতে জাটকা ইলিশ রয়েছে। তারা যখন মাছ উঠায় তখন আমাদের বলে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ। জাটকা ইলিশ রয়েছে তা আগে বললে আমরা এ মাছ নিতাম না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন ও বিনময় করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ১০ ইঞ্চি বা ২৫ সেমির নিচের ইলিশগুলো জাটকা। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৪ ও ৫(১) ধারানুসারে এটি দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা অথবা ২ বছর পর্যন্ত জেল অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে।
