গাজীপুরে বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগের ৩ নেতা আটক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৩:১৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

গাজীপুরে পুলিশ পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করেছে। আটককৃতরা স্থানীয়ভাবে নাশতার উদ্দেশ্যে পেট্রোলবোমা তৈরি করছিল।

ঘটনা ঘটে বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাঘের বাজার এলাকার নিকটবর্তী বানিয়ারচালার একটি নির্জন স্থানে। স্থানীয়রা সন্দেহজনক কার্যকলাপ দেখে তাদের ঘেরাও করে পুলিশে খবর দেন। পুলিশ তাদের কাছ থেকে পেট্রোল, বোতল, পাইপসহ অন্যান্য বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

আটকরা হলেন— ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নোমান আহম্মেদ (২৪), দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ (৩২)।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানান, তারা যানবাহনে নিক্ষেপের উদ্দেশ্যে পেট্রোলবোমা প্রস্তুত করছিল এবং খবর পেয়ে পুলিশ দ্রুত তাদের আটক করেছে।


আমার বার্তা/জেএইচ