চট্টগ্রামে বিএনপি প্রার্থী মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজামের মনোনয়ন পরিবর্তের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন আনোয়ারা-কর্ণফুলী উপজেলার বিএনপির একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে এই মশাল মিছিল শুরু হয়। এসময় মিছিলটি টানেল সংযোগ মোড়ে এসে বিক্ষোভে মিছিলে রূপ নেয়। বিক্ষোভে সরওয়ার জামাল নিজামের ছবি সম্মিলিত কুশপুত্তলিকা দাহ করা হয়।
স্লোগানের বিক্ষোভ কারীরা এই আসনে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজামকে উদ্দেশ্য করে বলেন, মীরজাফরের ঠিকানা আনোয়ারায় হবে না, সুবিধাবাদীর ঠিকানা আনোয়ারায় হবে না, মুনাফেকের ঠিকানা আনোয়ারায় হবে না বলে স্লোগান দেন। বিএনপির মনোনয়নকে টাকার মনোনয়ন উল্লেখ করে বিক্ষোভকারীরা বলেন, কালো টাকার মনোনয়ন মানি না মানবো না, সিন্ডিকেটের মনোনয়ন মানি না মানাবো না বলে স্লোগান দেন।
এসময় বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, বিএনপির দীর্ঘ সময়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন, এবং ঝড়-ঝাপটা উপেক্ষা করে দলীয় কর্মসূচী বাস্তবায়ন করেন। কিন্তু দুঃখের বিষয় বিএনপি আজ এমন একজনকে মনোনয়ন দিয়েছেন যাকে গত ১৭বছর খুঁজে পাওয়া যায়নি। তাই তৃণমূল আজ হতাশ আমরা এই মনোনয়ন বাতিল চাই।
বিক্ষোভের প্রতিক্রিয়ায় সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম বলেন, আমি এই আসন থেকে ৩বারের সাংসদ, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দক্ষিণ চট্টগ্রামে আমিই জেল হাজতে ছিলাম। ২০১৮ সালেও দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি সবসময় দল এবং নেতাকর্মীদের পাশে ছিলাম তাই দল এবারও আমার উপর আস্থা রেখেছেন। ইতিমধ্যে বিএনপির সিনিয়র নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সবাই আমার সাথে একাত্মতা ঘোষণা করেছেন। এসবের পরেও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি কুচক্রী মহল এসব অপপ্রচার এবং বিশৃঙ্খলা করছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, বিক্ষোভ চলাকালীন সময়ে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে পড়ে পরে বিক্ষোভকারীরা সরে যাওয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে মিছিলের পর নিন্দা জানিয়ে আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনজুরউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট ফৌজুল আমীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের আহবায়ক হারেছ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নইমুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ প্রমুখ গণমাধ্যমে প্রতিবাদ বিজ্ঞপ্তি জানায়।
আমার বার্তা/এল/এমই
