ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২:০৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুনে দগ্ধ হয়ে যানবাহনটি ভস্মীভূত হয়ে যায়।
ঘটনাটি ঘটে শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে, শিমরাইল এলাকার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, শুক্রবার রাত ১০টার দিকে নাফ পরিবহনের মিনিবাসটি সড়কের পাশে রেখে চলে যান চালক। এরপর সারা রাত বাসটি সেখানেই অবস্থান করছিল। ভোরের দিকে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া উঠতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসের ভেতরের সিট, কাচসহ বেশিরভাগ অংশ পুড়ে যায় এবং ব্যাপক ক্ষতি হয়।
ওসি শাহীনুর আলম বলেন,“আগুনটি নাশকতা না যান্ত্রিক ত্রুটিজনিত—এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
আমার বার্তা/জেএইচ
