লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নিহত আবুল কালাম। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জে মোস্তফার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক। 

নিহত আবুল কালাম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে।

আবুল কালামের বিরুদ্ধে মাদক কারবারির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।  
 
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল এসেছি। মরদেহের পাশে গুলির খোসা পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে।


আমার বার্তা/এমই