কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৩:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর জামায়াত নেতা ফজলু মোল্লার পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার লাগোয়া হায়দারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রামের মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, ভোরে মহাসড়কের পাশে পার্কিং করা গাড়িটি জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।
এঘটনায় মহাসড়কের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেয়া হবে৷ পুড়ে যাওয়া গাড়িটি থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।
আমার বার্তা/এল/এমই
