পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৬:৪২ | অনলাইন সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি:

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (২২ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। সকাল থেকে শহীদ ওমর ফারুক মিলনায়তন প্রাঙ্গণে ছিল অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের উৎসবমুখর উপস্থিতি।

সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। র‌্যালিটি সদর উপজেলা চত্বর থেকে বের হয়ে জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়। পরে শুরু হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান ও অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচি শেষে মিলনমেলা ও সৌহার্দ্য বিনিময়ের আয়োজন করা হয়।

আমার বার্তা/মো. মনিরুল ইসলাম চৌধুরী/এমই