সরাইলে ওজনে কম দেওয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১৯:৩৯ | অনলাইন সংস্করণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওজনে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে মেসার্স জিলানী ফিলিং স্টেশন ও ভাই ভাই এন্টারপ্রাইজকে ১ লাখ ৫০ হাজর টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার শাহবাজপুরে এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার।
তিনি জানান, জিলানী ফিলিং স্টেশন, ইউনিট-২ ও ভাই ভাই এন্টারপ্রাইজ প্রতি ৫ লিটার অকটেন, ডিজেল ও প্যাট্রোল ইউনিট এর তেল পরিমাপে যথাক্রমে ৬০ মি.লি. ২০ মি.লি. ও ৩০ মি.লি. তেল কম পাওয়া যায় এবং প্রতি ৫ লিটার মেজার দ্বারা তেল পরিমাপে ১০০ মি.লি. তেল কম প্রদান করা প্রমাণিত হওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' এর ২৯ ধারা লংঘন করায় ৪৬ ধারা শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় ১ লক্ষ ও ৫০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়।
আমার বার্তা/মো. রিমন খান/এমই
