নির্বাচন ঘিরে গ্রাম পুলিশকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৯:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, পৃথিবীতে মানুষ ছাড়া আর কোনো প্রাণীকে শিক্ষা গ্রহণ করতে হয় না। জন্মের পর থেকেই প্রকৃতিই তাদের শিখিয়ে দেয়। কিন্তু মানুষকে জন্ম থেকে কবর পর্যন্ত শিখতে হয়।
জাতীয় নির্বাচন সামনে রেখে স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলার সবকটি ইউনিয়ন থেকে মোট ১৯১ জন গ্রাম পুলিশ সদস্য এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক বলেন, পৃথিবীতে ১৮ হাজার মাখলুকাত আছে। তাদের মধ্যে একমাত্র মানুষই ‘আশরাফুল মাখলুকাত’, যাদের নতুনভাবে শিক্ষা গ্রহণ করতে হয়। আমরা যে শিক্ষা গ্রহণ করি, তা যদি পুনরাবৃত্তি না করি—তাহলে ভুলে যাই। এ ধরনের প্রশিক্ষণ আমাদের প্রয়োজনীয় জ্ঞানকে আবারও স্মরণ করিয়ে দেয়।
গ্রাম পুলিশের প্রশংসা করে তিনি বলেন, আমি যখন এখানে প্রবেশ করেছি, মনে হয়েছে একটি সুশৃঙ্খল বাহিনীকে দেখছি। আমার খুব ভালো লেগেছে।
গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের দুটি বিষয় জানতে হবে—কি করতে হবে এবং কি করা যাবে না। দেশটা আমাদের, তাই আমাদের দায়িত্বও অনেক। সামনে নির্বাচন, আপনারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন। আমরা জাতিকে একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই। রক্তপাতহীন নির্বাচন এখন জাতির বড় দাবি ও চ্যালেঞ্জ। আমরা এমন একটি সিস্টেম গড়ে তুলতে চাই, যেখানে সিস্টেম নিজে নিজে চলবে—কেউ সিস্টেমকে চালাবে না।
গ্রাম পুলিশের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র কীভাবে আপনাদের আরও ভালো অবস্থানে নিতে পারে—আমরা তা নিয়ে ভাবছি। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা নিজেদের আরও দক্ষ ও ভিন্নভাবে উপস্থাপন করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আনসার কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরীফ উদ্দিন।
আমার বার্তা/এমই
