দেশের সর্বনিম্ন ১১.১ ডিগ্রি তাপমাত্রা দিনাজপুরে

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

চলতি শীত মৌসুমে দিনাজপুরে দেশের সর্বনিম্ন ১১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ১ ডিসেম্বর এখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮১ শতাংশ। বাতাসের গড় গতিবেগ উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ কিলোমিটার। যা গতকাল (২ ডিসেম্বর) মঙ্গলবার ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

সকালে হালকা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোও ছড়িয়ে পড়েছে। তবে বেশ শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশার দেখা মিলেছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, জেলায় একটু একটু করে শীত বাড়ছে। তাপমাত্রা ওঠানামা করছে। বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দিনাজপুর এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের বাবুল রায় বলেন, সকালে খুব শীত ছিল। এবার শীতে আজকেই প্রথম এত শীত পড়েছে।

স্টেশন এলাকায় এসে দেখা মেলে পত্রিকার হকার রুবেল ইসলাম ও লক্ষণ সরকারের। তারা বলেন, আজকে এত শীত যে সকাল বেলা পত্রিকা নেওয়ার জন্য বের হয়ে আসতে খুব কষ্ট হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজ ঠান্ডা বেশি ছিল। তবে ঠান্ডা লাগলেও সাইকেল চালিয়ে পত্রিকা বিলি করতে বের হলে আর ঠান্ডা লাগে না।

বিরল উপজেলার নুর আলম বলেন, শীত এসে গেছে। মানুষ শীতের কাপড় পরতে শুরু করেছে। গরু-ছাগলকেও শীত নিবারণের জন্য চটের বস্তা পরিয়ে রাখা হচ্ছে।


আমার বার্তা/জেএইচ