গজারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ বিরোধী দিবসে র‌্যালি ও মানববন্ধন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:১৬ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশনের যৌথ উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহামুদুল হাসানের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল আলীম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহামুদুল হাসান বলেন, “দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। তরুণ সমাজকে ছোটবেলা থেকেই দুর্নীতি প্রতিরোধে সচেতন করতে পারলে সমাজে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে কোনো মাধ্যমে দুর্নীতির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ মহসিন মিয়া, সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সদস্য মুস্তাফিজুর রহমান, আব্দুর রহমান, সুরাইয়া আক্তার, ইমরানুল হক, সারোয়ার খানসহ মাথাভাঙ্গা আলিম মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।


আমার বার্তা/এমই