টেকনাফ সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, জনমনে আতঙ্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে মিয়ানমারের লাগোয়া সীমান্ত এলাকায় মর্টারশেল ও ভারী গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা থেকে টানা প্রায় পাঁচ ঘণ্টা সীমান্তের ওপারে চলা গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের শব্দ এপারের কয়েকটি গ্রামে শোনা যায়।
এ সময় মিয়ানমার থেকে ছোঁড়া গুলি বাংলাদেশের ভেতরে এসে কয়েকটি বাড়ির টিনের চালা ভেদ করে ঘরের ভেতরে পড়ার তথ্য পাওয়া গেছে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন পর ওপারে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। তাদের ধারণা, সীমান্তবর্তী ওপারের ঢেকুবনিয়া অংশে আরকান আর্মি ও আরসার মধ্যে সংর্ঘষ হতে পারে।
হোয়াইক্যং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু ঢাকা পোস্টকে বলেন, শনিবার ভোরবেলা থেকে সংর্ঘষের আওয়াজ পাওয়া গেছে, অনেকদিন পরে এরকম তীব্রতা লক্ষ্য করা গেছে। হতে পারে আরকান আর্মি ও আরসা সংঘর্ষে জড়িয়েছে।
হোয়াইক্যং বাজার সংলগ্ন স্থানীয় মোহাম্মদ হোসেন ও আব্দুল কুদ্দুসের বাড়িতে এবং বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে কয়েকটি গুলি এসে পড়ে বলে জানান তিনি।
মোহাম্মদ হোসেনের ছেলে নুরুল আবছার বলেন, ওপারে গোলাগুলির সময় আমার ঘরের টিনের চালে পর পর দুটি গুলি এসে লাগে। আমরা ভয় পেয়ে যাই। যখনই ফায়ার হয়েছে, বাড়িঘর কেঁপে উঠেছে।
এছাড়া সংর্ঘষ চলাকালে উত্তর পাড়া সংলগ্ন নাফ নদীতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, স্থানীয়রা মনে করছেন সেখানে মটারশেল পড়ায় এমন দৃশ্য দেখা গেছে।
উত্তর পাড়ার বাসিন্দা মোহাম্মদ জয়নাল বলেন, সকালে বিকট বিস্ফোরণের শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দেখি নদীতে ধোঁয়া দেখা যাচ্ছে, সেখানে মটারশেলের মতো কিছু পড়েছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্তের দিক থেকে প্রচুর গোলাগুলির শব্দ ভেসে এসেছে। কয়েকটি বাড়িতে গুলি পড়েছে বলে আমরা শুনেছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আনুষ্ঠানিক কোন বক্তব্য না মিললেও বিজিবির পক্ষ থেকে সীমান্তে কঠোর নজরদারি ও টহল অব্যাহত রাখার তথ্য জানানো হয়েছে।
আমার বার্তা/এল/এমই
