মধুপুরে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০০ | অনলাইন সংস্করণ

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে টাঙ্গাইল জেলার শতাধিক চার্চে উৎসব উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে মধুপুর উপজেলাতেই রয়েছে ৯৩টি চার্চ। বড়দিনকে কেন্দ্র করে জেলার সব চার্চে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মধুপুর থানায় টাঙ্গাইল জেলা পুলিশ বিভাগের আয়োজনে বড়দিন উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা জানান টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম।

তিনি বলেন, বড়দিনের উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপিত হয়, সে লক্ষ্যে তিন স্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সর্বক্ষণ সতর্ক অবস্থানে থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় মধুপুর ও আশপাশের চার্চগুলোর প্রধান, প্রতিনিধি এবং খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল।

সভায় আরও বক্তব্য রাখেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ নুরুস সালাম সাদিক, গারো নেতা ইউজিন নকরেক, অ্যাডভোকেট জনযেত্রা, রেভারেন্ড মধুনাথ সাংমা, নারী নেত্রী সুলেখা ম্রং ও নির্জন সিমসান প্রমুখ।


আমার বার্তা/মো. নাজমুল হক/এমই