ছয় দফা দাবিতে ধর্মপাশায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করা হয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্বাস্থ্য সহকারী শান্তিপূর্ণভাবে কর্মবিরতিতে অংশ নেন।

কর্মসূচিতে স্বাস্থ্য সহকারী সাইদুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জহুরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি আব্দুল কুদ্দুস। কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীদের সর্বাত্মক অংশগ্রহণ ও একাগ্রতায় শান্তিপূর্ণ পরিবেশে কর্মবিরতি পালন করা হয়।

এ সময় স্বাস্থ্য সহকারীরা তাদের ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ছয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো—স্বাস্থ্য সহকারীদের ১৪তম গ্রেডে আপগ্রেডেশন, নিয়োগবিধি সংশোধন এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।


আমার বার্তা/এমই