মানবিক উদ্যোগে নারায়নগঞ্জের আইন কলেজের ছাত্রীরা
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০০:১৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

নতুন বছরের শুরুতেই অসহায় ও দারিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্রীরা। ১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ছয়টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারের সামনে, চাষাড়া মসজিদ রেললাইনের পাশে এবং জিয়া হলের সামনে আইন কলেজের কয়েকজন ছাত্রী সম্মিলিতভাবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করেন।
এই মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্রী ফাতেমা আক্তার মাহমুদা ইভা। তার সঙ্গে অংশ নেন আইন কলেজের ২০২২ ব্যাচের শিক্ষানবিশ শান্তা, লতা রানী দাস, স্মৃতি, লিজা ও চম্পা। ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং নতুন বছরের প্রথম দিনে মানবিকতার বার্তা পৌঁছে দেন।
শীতবস্ত্র বিতরণকালে পথচারী ও দরিদ্র মানুষদের মুখে হাসি ফুটতে দেখা যায়। অসহায় মানুষের সেই হাসিমাখা মুখ দেখে আইন কলেজের ছাত্রীদের মাঝে সৃষ্টি হয় গভীর আত্মতৃপ্তি ও মানসিক প্রশান্তি। শীতবস্ত্র বিতরণ শেষে তারা শহীদ মিনার এলাকায় কিছু সময় একসঙ্গে বসে গল্পগুজব করেন এবং সাধারণ খাবার ও চা পান করে সময় কাটান- যা তাদের বন্ধুত্ব ও সামাজিক চেতনার বন্ধনকে আরও দৃঢ় করে।
এ সময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে আইন কলেজের ছাত্রী ফাতেমা আক্তার মাহমুদা ইভা বলেন, অসহায় মানুষের মুখে সামান্য হাসি দেখতে পাওয়াই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। নিজের সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র উপহার দিয়েও যে মানুষের মনে আনন্দ ও আত্মবিশ্বাস জাগানো যায়, সেটিই তাকে ভবিষ্যতে আরও মানবিক কাজে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন- সমাজের প্রতিটি মানুষ যদি নিজের জায়গা থেকে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবে ধীরে ধীরে দেশের অনেক দুঃখ-কষ্ট ও সামাজিক সমস্যা লাঘব করা সম্ভব।
তিনি আরও বলেন, রোজা, ঈদ, শীতকাল কিংবা দুর্যোগপূর্ণ সময়ে যদি প্রতিটি এলাকা ও ঘরে ঘরে কেউ না কেউ এগিয়ে আসে, তবে সমাজে মানবিকতার চর্চা আরও বিস্তৃত হবে। এ ধরনের ভালো কাজে তার সহপাঠী বান্ধবীদের পাশে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত এবং সবাইকে ধন্যবাদ জানান।
আইন কলেজের ছাত্রী ইভা আরও বলেন, মানবতা ও ইসলামের শিক্ষায় শীতার্ত ও অভাবীদের পাশে দাঁড়ানো একটি মৌলিক দায়িত্ব। শীত এলেই গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছিল আমাদের সমাজের একটি পরিচিত মানবিক চর্চা। বর্তমানে সেই উৎসাহ ও সামাজিক আবহ কিছুটা কমে গেলেও বসে থাকার সুযোগ নেই। দরিদ্র, বস্ত্রহীন ও শীতকষ্টে ভোগা মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোই প্রকৃত মানবতা।
তিনি আইন কলেজের সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, মানবতার কাজে যেন সবাই সব সময় ঐক্যবদ্ধভাবে অংশ নেয়। ব্যক্তিগত বা সংগঠনিক উদ্যোগে শীতবস্ত্র, খাবার ও অন্যান্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই একজন সচেতন শিক্ষার্থীর সামাজিক দায়িত্ব।
এই উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্রীরা নতুন বছরের শুরুতেই সমাজে সহানুভূতি, ভালোবাসা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন- যা ভবিষ্যতেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
