সোনাগাজী পুলিশের অভিযানে ১১ চোরাই গরু উদ্ধার
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ২২:০২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ফেনীর সোনাগাজী উপজেলায় গরু চুরির লাগাম টানতে সফল অভিযান চালিয়েছে মডেল থানা পুলিশ। সাম্প্রতিক সময়ে খামার ও বসতবাড়ি লক্ষ্য করে সংঘটিত একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে পুলিশের এই তৎপরতা। সর্বশেষ অভিযানে একটি খামার থেকে চুরি হওয়া ১৬টি গরুর মধ্যে ১১টি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর ভোররাতে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের পূর্ব চর সাহাভিকারী এলাকার খামারি মো. শাহআলমের খামার থেকে একযোগে ১৬টি গরু চুরি হয়। ঘটনার পর ভুক্তভোগী ২ জানুয়ারি সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরপরই তদন্তে নামে পুলিশ। পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. নুরুল ইসলামের নেতৃত্বে গঠিত বিশেষ একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে একাধিক জেলায় অভিযান শুরু করে।
অভিযানের প্রথম ধাপে ৬ জানুয়ারি কুমিল্লার বরুড়া এলাকা থেকে একটি চোরাই গরুসহ একজনকে আটক করা হয়। পরবর্তীতে ১২ জানুয়ারি সোনাগাজীর মতিগঞ্জ বাজার এলাকা থেকে আরও একটি গরু উদ্ধার করা সম্ভব হয়। এর ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি কুমিল্লার চৌয়ারা গরু বাজার থেকে সোহাগ (৩০) নামে এক চোরকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়।
গ্রেফতারকৃত সোহাগের স্বীকারোক্তির ভিত্তিতে চাঁদপুরের কচুয়া উপজেলার সানন্দকড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৮টি গরু উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মোট ১১টি গরু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ আরও জানায়, এই চোর চক্রের অন্তত চারজন সদস্য বর্তমানে কুমিল্লায় অন্য একটি মামলায় কারাবন্দি রয়েছে। তাদের বিরুদ্ধে সোনাগাজীর এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আইনগত প্রক্রিয়া চলমান।
সোনাগাজী মডেল থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চুরি হওয়া বাকি গরুগুলো উদ্ধারে এবং চক্রের পলাতক সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। তারা বলেন, “খামারি ও সাধারণ মানুষের সম্পদ রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
এদিকে পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় খামারি ও এলাকাবাসী। তাদের আশা, ধারাবাহিক নজরদারি অব্যাহত থাকলে সোনাগাজীতে গরু চুরির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
