ঝিনাইদহ-৪: রাশেদ খানের মন্তব্য, সাংবাদিকদের সতর্কতার আহ্বান

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:২৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ঝিনাইদহের কালীগঞ্জে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান সাংবাদিকদের উদ্দেশ্যে নিজের বক্তব্য তুলে ধরেন।

রাশেদ খান বলেন, তিনি কোনো সাংবাদিককে হুমকি দিতে চান না। তবে সংবাদ প্রকাশের সময় তার মন্তব্য নেওয়া অপরিহার্য। তিনি অভিযোগ করেন যে, সম্প্রতি দুটি জাতীয় পত্রিকায় একটি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তৃণমূল বিএনপির অবস্থানকে কেন্দ্র করে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি অনুসন্ধান করতে তিনি সংশ্লিষ্ট পত্রিকার জেলা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন। সেখানে জানানো হয়, সংবাদটি অনলাইনের একজন প্রতিবেদকের মাধ্যমে পাঠানো হয়েছে। রাশেদ বলেন, “যে নিউজটি প্রকাশ হয়েছে, তার কোনো প্রেরক বা নাম নেই, তবু তা নিউজ হিসেবে প্রকাশিত হয়েছে।”

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করতে পারেন, এতে আমার আপত্তি নেই। তবে মন্তব্য নেওয়া আবশ্যক। এটিই সঠিক সাংবাদিকতা।” তিনি কালীগঞ্জে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্বের উপর জোর দেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ইসরাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন প্রমুখ।

রাশেদ খান তার বক্তব্যের শেষাংশে পুনরায় স্পষ্ট করে বলেন, “আমি কোনো সাংবাদিককে হুমকি দিচ্ছি না, না দিতে চাই। তবে আমাকে নিয়ে নিউজ করতে চাইলে অবশ্যই আমার মন্তব্য নেওয়া হবে।”