গাজীপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালন ৮ বছরে গাজীপুরে ৪২৭ জন কুষ্ঠ রোগী সনাক্ত

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:০৩ | অনলাইন সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি:

কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকুত বাধা - এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে রোববার পালিত হয়েছে বিশ^ কুষ্ঠ দিবস। দিবসটি উপলক্ষ্যে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং দি লেপ্রসী মিশন বাংলাদেশ ও ইফেক্ট হোপ এর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পোশাক কর্মীদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী পালন করা হয়।

সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীতে নার্স, বিভিন্ন এনজিও কর্মী, সরকারী স্বাস্থ্য কর্মকর্তা, কর্মচারী ও কয়েকজন কুষ্ঠ রোগী অংশ নেন। পরে  গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন, মেডিক্যাল অফিসার সিভিল সার্জন ডাঃ সাবরিনা মোহনা, মেডিক্যাল অফিসার ডাঃ রোবানা আফসান,  সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নূরুল ইসলাম প্রমুখ।  দি ল্যাপরোসি মিশন বাংলাদেশ এর জেলা ফিল্ড ফ্যাসিলিটেটর বাবুল চন্দ্র রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেকনিক্যাল সাপোর্ট অফিসার মি. সমুয়েল সরকার ।

অনুষ্ঠানে বক্তারা জানান, কুষ্ঠ রোগ একটি নিরাময়যোগ্য রোগ, ছয় মাস থেকে এক বছর নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগ সম্পূর্ণ ভাল হয়।প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারী কুষ্ঠ ক্লিনিকে  এ রোগের পরীক্ষা ও  চিকিৎসা  বিনামূল্যে প্রদান করা হয়।

জানা গেছে, গত ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত গাজীপুরে ৪২৭ জন কুষ্ঠ রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৯ জন এখনো চিকিৎসা নিচ্ছেন, বাকীরা সম্পূর্ণ সুস্থ হয়েছেন। তবে শিল্পসমৃদ্ধ গাজীপুরে প্রতিনিয়ত রোগী সনাক্তকরনের হার বাড়ছে। এ জন্য বেসরকারী সংস্থা  দি লেপ্রসী মিশন  বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে সচেতনতাবৃদ্ধি করার জন্য বিভিন্ন এলাকায় ক্যাম্পেইন , সনাক্তকৃত রোগীদেরকে সঠিক চিকিৎসার ব্যবস্থা  ও  স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী পালন করা যাচ্ছে। 


আমার বার্তা/জেইচ