লক্ষ্মীপুরে ডাম্পট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক চাপায় আফরিন আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় অটোরিকশা চালক মো. রাজু গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জেলা শহরের এলজিইডি ভবন এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার আক্তার পাটোয়ারীর মেয়ে ও কাকলী শিশু অঙ্গনের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় দ্রুতগতির ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপায় দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা স্কুলছাত্রী আফরিন ও অটোচালক রাজুকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিলে আফরিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনায় ডাম্প ট্রাক জব্দ আছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় হাইওয়ে পুলিশ কাজ করছে।
আমার বার্তা/জেএইচ
