অভিযানের নামে ভয় দেখিয়ে স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় দোকানে অভিযানের নামে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহানের বিরুদ্ধে। স্থানীয় একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে বড় অঙ্কের অর্থদণ্ড ও কারাদণ্ডের ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তারা।
ব্যবসায়ীদের দাবি, অভিযানের নামে অনেক সময় মোড়কজাত পণ্য সংগ্রহ করে পরীক্ষার কথা বলা হলেও সেগুলোর কোনো প্রতিবেদন বা ফলাফল পরে আর জানানো হয় না। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।
অভিযোগের তালিকায় রয়েছে ফুটপাত ব্যবসায়ী লাল মিয়ার নামও। তিনি জানান, তিনি ডাউলজাত পণ্য বিক্রি না করলেও তার বিরুদ্ধে তিন লাখ টাকা দাবি করা হয়েছে বলে ব্যবসায়ীদের একটি অংশ অভিযোগ করেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
স্থানীয় ব্যবসায়ী আলম খান,মিন্টু,রফিক,আলহাজ্ব ও লাল মিয়া বলেন, নিয়মিত অভিযানের নামে এ ধরনের হয়রানি বন্ধ না হলে তারা সংগঠিতভাবে এর প্রতিবাদ জানাবেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন বলেন,লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
