শনিবার বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা শ্রমিক দলের

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৬:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চট্টগ্রামকে বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না করলে শনিবার থেকে অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নগরের আগ্রাবাদের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রমিক দলের নেতারা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার (৩১ জানুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার (১ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রশাসনিক ও অপ্রশাসিক কার্যক্রম বন্ধ থাকবে।
 
যদি এর মধ্যে সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করে, বন্দরকে বেসরকারিকরণ হবে না বলে ঘোষণা না দেয় তাহলে রোববার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। চট্টগ্রাম বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধও হতে পারে। 

এদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মূল ভবনে বিক্ষোভ করেছে অর্ধশতাধিক শ্রমিক। তারা ‘গো ব্যাক গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগান দেন।
 
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের (সাবেক সিবিএ) অন্যতম নেতা মো. হুমায়ুন কবীর, ইব্রাহীম খোকন, মো. হারুন, তসলিম হোসেন সেলিম প্রমুখ।


আমার বার্তা/এমই