বান্ডিল বান্ডিল টাকা দিয়ে স্বামীকে ছাড়াতে চাওয়া সেই তামান্না গ্রেপ্তার
প্রকাশ : ১১ মে ২০২৫, ১০:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

চট্টগ্রামের আলোচিত জোড়া খুন মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে নগরীর চান্দগাঁওয়ের বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, ‘চলমান জোড়া খুন মামলার অংশ হিসেবে তামান্না শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তে তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।’
এর আগে, গত ১৫ মার্চ রাজধানীর একটি শপিং মল থেকে তামান্নার স্বামী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তামান্না টাকার বান্ডিল ছুড়ে সাজ্জাদকে দ্রুত জামিনে মুক্ত করার ঘোষণা দেন। ওই ভিডিওতে তিনি বলেন, ‘মামলা থাকলে গ্রেফতার হবেই, কিন্তু ১০–১২ দিনের মধ্যেই আমার স্বামী জামিনে বের হয়ে আসবে।’
ভিডিওতে আরও দেখা যায়, তিনি প্রতিপক্ষদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এতদিন আমরাই পালিয়ে ছিলাম, এবার পালানোর পালা তোমাদের। খেলা শুরু হবে এখন।’
উল্লেখ্য, গত ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি প্রাইভেট কারে গুলি করে হত্যা করা হয় দুজনকে। নিহতদের একজনের মা বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাজ্জাদ, তামান্না এবং আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর থেকেই পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, চট্টগ্রামের বায়েজিদ এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, অর্থনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তারসহ একাধিক কারণে এই জোড়া খুনের ঘটনা ঘটে। এসব বিষয় মাথায় রেখেই তদন্তে অগ্রসর হচ্ছে পুলিশ।
আমার বার্তা/জেএইচ