পিরোজপুরে যুবলীগ নেতা নাছির উদ্দিন হাওলাদার গ্রেপ্তার
প্রকাশ : ১১ মে ২০২৫, ১৯:৩০ | অনলাইন সংস্করণ
ষ্টাফ রিপোর্টার:

পিরোজপুরে চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবলীগ নেতা ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য নাছির উদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার যাত্রাবাড়ী থানার ভাঙ্গা প্রেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন থানার সাব-ইন্সপেক্টর ইফাদ বাবু।
জানা গেছে, পিরোজপুর সদর থানায় গত ৭ এপ্রিল একটি মামলায় নাছির উদ্দিন হাওলাদারসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর এলাকায় বিএনপি নেতা মো. জহিরুল ইসলাম কলিমের ওপর পরিকল্পিত হামলা, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ, লুটপাট ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই হামলায় জেলা কৃষক লীগের সভাপতি ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চান মিয়া মাঝি, তার ছেলে মুরাদ হোসেন মাঝি, ভাগ্নে নাছির উদ্দিন হাওলাদারসহ আরও বেশ কয়েকজন অংশগ্রহণ করে। তারা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে কলিমের বাড়িতে হামলা চালায়, স্বর্ণালংকার ও মালামাল লুট করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর ইফাদ বাবু জানান, পিরোজপুর সদর থানার পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে (মামলা নং ০৪/৬২, তারিখ ০৭-০৪-২০২৫, ধারা- ৩৪১/৩০৭/৪২৭/৩৮০/৩৮৫/৫০৬) গ্রেফতার অভিযান পরিচালনা করা হয় এবং মামলার ২ নম্বর আসামি নাছির উদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
আমার বার্তা/এমই