গভীর রাতে সাফারি পার্কে অনুপ্রবেশে দায়ে ১১ যুবক আটক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গাজীপুর সাফারি পার্কে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১১ যুবককে থানায় সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।
জানা যায়, সাফারি পার্কের স্টাফ, কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সদস্যরা রাত্রিকালীন টহলের সময় সাফারি পার্কের শিশুপার্ক এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, ঘুরতে বের হয়ে ভুলবশত পার্কের অভ্যন্তরে প্রবেশ করেছেন।
যদিও পার্কে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশের কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় ১১ জনকে থানায় সোপর্দ করা হয়।
শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার বার্তা/এল/এমই