কৃষি ব্যাংকের জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বন্যার্তদের জন্য সহায়তা কার্যক্রম উদ্বোধন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বন্যার্তদের জন্য সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বিকেবি কর্নারে অনুষ্ঠিত হয়।
বন্যাদুর্গত মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য প্রাথমিকভাবে ৭০০ প্যাকেট ত্রাণ সহায়তা প্রস্তুত করা হয়েছে। এই ত্রাণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম। উল্লেখ্য ইতোপূর্বে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ ১.০০ (এক) কোটি টাকা প্রদান করা হয়েছে।
এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, খান ইকবাল হোসেন, প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিবিএ এর নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/কাজী সামাদ/এমই