অর্থনৈতিক শুমারি ২০২৪ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শুমারি কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে। উক্ত কার্যক্রমে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলি, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। জাতীয় এ গুরুত্বপূর্ণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা একান্ত আবশ্যক।

এ পরিস্থিতিতে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ সুষ্ঠু ও সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে উক্ত কার্যক্রমে তথ্য প্রদানসহ শুমারি কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হলো।

আর্থিক প্রতিষ্ঠার আইন, ২০২৩-এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


আমার বার্তা/জেএইচ