খলিল কালিনারি আর্টস সেন্টারের যাত্রা শুরু

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:২২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশে খাদ্যশিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে খলিল কালিনারি আর্টস সেন্টার।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর মতিঝিলের নিজস্ব কার্যালয়ে খলিল কালিনারি আর্টস সেন্টারের উদ্বোধন করেন নানা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মাস্টারশেফ মো. খলিলুর রহমান।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে কুকিং সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য বেকার যুবককে দক্ষ করে গড়ে তুলতে চাই, যারা পরবর্তীতে এই শিক্ষা দেশে ও দেশের বাইরে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখতে পারবে।’

তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানে যারা ভর্তি হবেন তারা আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা লাভ করবেন। সেই সাথে বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্র্যান্সফারের সুবিধাও পাবেন তারা।’

খলিল কালিনারি আর্টস সেন্টার থেকে যারা সফলভাবে কোর্স সম্পন্ন করবেন তারা পারেন আন্তর্জাতিক মানের সার্টিফিকেট, যার মাধ্যমে খুব সহজেই আমেরিকা, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশে শেফ হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন।

এ ছাড়াও ইবি৩ ভিসার মাধ্যমে আমেরিকায় গ্রিনকার্ড নিয়ে পরিবারসহ বসবাসের সম্বাবনার দুয়ার খুলে যাবে। খলিল কালিনারি আর্টস সেন্টার থেকে যারা কোর্স সম্পন্ন করবেন তাদের ইবি৩ ভিসার ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।

ভর্তির বিস্তারিত তথ্যের জন্য হাসান কোর্ট ২৩/১ (ষষ্ঠ তলা) মতিঝিল বা/এ ঢাকা-১০০০ ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ০১৯৭৩-৩৭০৫৮০ নম্বরে কল করেও ভর্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে।


আমার বার্তা/এমই