ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৩:২৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছে ব্যাংকের একটি অভ্যন্তরীণ সূত্র।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর গত বছরের ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। ওই সময় পাঁচ সদস্যের নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে, যিনি এর আগে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তবে দায়িত্ব নেওয়ার পর তার বিরুদ্ধে কিছু অভিযোগ পায় বাংলাদেশ ব্যাংক। গত ৩ জুলাই তাকে তলব করেন ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। ওই বৈঠকে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে। এদিকে, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে।

সূত্র আরও জানায়, পদত্যাগ এড়াতে ওবায়েদ উল্লাহ বিভিন্ন মহলে তদবির শুরু করেছিলেন। তবে ১৫ জুলাই তার ও পরিবারের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এরপর ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযান চালায় সংস্থাটি, যেখানে তার নানা আর্থিক সুবিধা গ্রহণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। বিশেষভাবে খতিয়ে দেখা হয় তার যুক্তরাষ্ট্র সফরের খরচ ব্যাংক বহন করেছে কি না এবং সে খরচ কীভাবে দেখানো হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে পর্ষদে কোনো লিখিত প্রস্তাব উপস্থাপন না করে তিনি মৌখিকভাবে বোর্ডকে জানিয়ে বিদেশ যান। তিনি দাবি করেন, একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ক্রেডিট লাইন বিষয়ে বৈঠক করবেন। অথচ এমন উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী বৈঠকে সাধারণত ব্যাংকের চেয়ারম্যানের সরাসরি অংশগ্রহণ থাকে না, বরং তা ব্যবস্থাপনা পর্যায়ের কাজ।


আমার বার্তা/জেএইচ