জুলাইয়ে দেশের রপ্তানি আয় বেড়েছে ২৪.৯০ শতাংশ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৭:০৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গত জুলাই মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪৭৭ কোটি ৫ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৪ দশমিক ৯০ শতাংশ।

সোমবার (৪ আগস্ট) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত জুলাই মাসে বেড়েছে দেশের রফতানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৯০ শতাংশ। ২০২৪ সালের জুলাই মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৮১ কোটি ৯৫ লাখ ডলার।
 
তৈরি পোশাক খাত
 
জুলাই মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ কোটি ২৬ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩১৭ কোটি ৮৪ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ২১৭ কোটি ৮৬ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ২৬ দশমিক ০১ শতাংশ বেড়েছে। এছাড়া ১৭৮ কোটি ৩৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২৩ দশমিক ০৮ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, জুলাই মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য, হোম টেক্সটাইল এবং চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ১৩ দশমিক ২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮০ লাখ ডলারে।

এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ২৯ দশমিক ৬৫ শতাংশ। জুলাই মাসে রফতানি হয়েছে ১২ কোটি ৭৩ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। আর কৃষি পণ্যের রফতানি আয় ১২ দশমিক ৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৫ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৮ কোটি ১ লাখ ডলার।


আমার বার্তা/এল/এমই