অনিয়ম-দুর্নীতিতে আনসার-ভিডিপি ব্যাংককে ঋণগ্রস্ত করা হয়: মেজর জেনারেল সাজ্জাদ
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১০:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আনসারের মূল বাহিনীর সঙ্গে আনসার-ভিডিপি ব্যাংক যুক্ত হলে কাজে আরও গতি আসবে বলে মন্তব্য করেছেন বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে আনসার ভিডিপি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের গত এক বছরের সংস্কার নিয়ে করা সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এই লক্ষ্য সামনে রেখে সঞ্জীবনী প্রজেক্টের আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাহিনীটি, যেখানে যুক্ত হবে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক।
ব্যাংকের চেয়ারম্যান ও বাহিনীর প্রধান জানান, বিগত ১০-১৫ বছরে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকটিকে ঋণগ্রস্ত ও ভঙ্গুর করে দেয়া হয়েছিল। ভুয়া লোন ও নানা অব্যবস্থাপনার কারণে ব্যাংকের কার্যক্রম ভেঙে পড়েছিল বলেও জানান তিনি।
দায়িত্ব নেয়ার এক বছরে অচলাবস্থা কাটিয়ে আবারও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করেন চেয়ারম্যান। তার মতে, ব্যাংকের মাধ্যমে জীবিকা নিশ্চিত করা গেলে রাষ্ট্রের যেকোনো সমস্যায় লোকবল পাওয়া সম্ভব। ব্যাংকের আয় ও নিজেদের চেষ্টায় বাহিনীর সদস্যদের গুনগত মান নিশ্চিত করা সম্ভব বলেও মনে করেন তিনি।
আমার বার্তা/এল/এমই