জন্মাষ্টমী উপলক্ষে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১০:৪৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি বলেন, ‘জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রমও বন্ধ রয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।’
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘সরকারি ছুটির কারণে আমদানি-রফতানি বন্ধ থাকলেও অন্যান্য দিনের মতো ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।’
আমার বার্তা/এল/এমই