ভোমরা স্থলবন্দর দিয়ে একদিনেই এলো ১৮৫ টন পেঁয়াজ
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

চার মাস ২০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে প্রথম দফায় আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ্বাসের অয়ন ট্রেডার্স দুই ট্রাকে মোট ৫০ টন পেঁয়াজ আমদানি করে।
এসব পেঁয়াজ ছাড়কারক প্রতিষ্ঠান ছিল ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্ট মোশাররফ ট্রেডার্স, যার স্বত্বাধিকারী জিএম আমীর হামজা। আমদানিকৃত প্রথম চালানের ৫০ টন পেঁয়াজের রফতানিকারক প্রতিষ্ঠান ছিল সুরধারা কমার্সিয়াল লিমিটেড।
ছাড়কারক প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে ভারতের সিন্ডএফ (কার্গো) অ্যাসোসিয়েশনের তাপস ট্রেডার্স। ট্রাক নম্বর ছিল ডব্লিউবি-২৯সি-৫৭৮৬ ও ডব্লিউবি-২৯সি-১৩৮৬।
এছাড়া সন্ধ্যায় আরও পাঁচ ট্রাক পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, এদিন মোট প্রায় ১৮৫ টন পেঁয়াজ এ বন্দর দিয়ে দেশে আসে। বর্তমানে ভারতের ঘোজাডাঙা বন্দরে আরও নয়টি ট্রাক আমদানির অপেক্ষায় আছে।
ভোমরা স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শওকত হোসেন বলেন, ‘চলতি বছরের ২৭ মার্চ সর্বশেষ এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল। এরপর দীর্ঘদিন ভারত থেকে আমদানি বন্ধ থাকে। তবে রোববার আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।’
আমার বার্তা/এল/এমই