বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও সর্বোচ্চ দামে প্রাকৃতিক গ্যাস
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সপ্তাহ ব্যবধানে কমেছে প্রায় ৪ শতাংশ। সরবরাহ কম থাকায় গেল দশ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে প্রাকৃতিক গ্যাসের দাম। পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসোলিনের দামও।
একদিকে কমছে মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মজুত। অন্যদিকে উৎপাদন বাড়াতে পারে ওপেকপ্লাস এর। এসব সম্ভাবনাকে সামনে রেখে বিশ্ববাজারে বুধবার স্থিতিশীল রয়েছে জ্বালানি তেলের দাম।
এদিন ব্রেন্ট ক্রুডের দাম কিছুটা বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬৬ ডলার ২৫ সেন্টে। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দামও কিছুটা বেড়ে অবস্থান করছে ব্যারেলপ্রতি ৬২ ডলার ৬০ সেন্টে।
সরবরাহ কম থাকায় গেল দশ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে প্রাকৃতিক গ্যাসের দাম। প্রতি এমএমবিটিইউর দাম ৩ ডলার ৩৪ সেন্ট। যা সপ্তাহ ব্যবধানের বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ।
এদিকে বাড়ছে গ্যাসোলিনের দাম। প্রতি গ্যালনের দাম ১ ডলার ৯১ সেন্ট। তবে সপ্তাহ ব্যবধানে দাম কমেছে ৪ দশমিক ৬২ শতাংশ।
আমার বার্তা/এল/এমই