আমরা চাই বিদেশিরা যেন হয়রানিমুক্ত বিনিয়োগ পরিবেশ পান: বিডা চেয়ারম্যান

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৪৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে যেন হয়রানিমুক্ত বিনিয়োগ পরিবেশ পান সেটাই আমাদের চাওয়া বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বুধবার (১৫ অক্টোবর) বিডা আয়োজিত এক সচেতনতামূলক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে বিডা এই কর্মশালার আয়োজন করে।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং টিইপিপি প্রকল্প এতে সহযোগিতা করে।

কর্মশালায় আশিক চৌধুরী বলেন, ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত সমন্বয় করে চলছি। আমরা চাই, বিদেশি যারা বাংলাদেশে ব্যবসা করতে বা কাজ করতে আসেন, তারা যেন সহজ ও বন্ধুসুলভ হ্যাসেল ফ্রি (হয়রানিমুক্ত) ইনভেস্টমেন্ট পরিবেশ পান। এরই মধ্যে আমরা বিদেশিদের কর্মানুমতির একটি বড় অংশ ডিজিটাল করেছি, যেখানে বিডার অনুমতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র অন্তর্ভুক্ত। বর্তমানে আমরা অভিবাসন বিভাগের সঙ্গে যৌথভাবে ভিসা আবেদন প্রক্রিয়াকে ডিজিটাল করার উদ্যোগ নিচ্ছি।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা যেন সব সংস্থায় একই ধরনের অভিজ্ঞতা পান, তা নিশ্চিত করা জরুরি। তাই বিভিন্ন সংস্থার মধ্যে কোনো অযৌক্তিক ব্যবধান থাকা চলবে না।

কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তর এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আমার বার্তা/এল/এমই