ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:৩৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.শ্রেষ্ঠ বীমা প্রতিষ্ঠান হিসাবে দিয়ামনি ই- কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছে। 

সম্প্রতি  রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে দিয়ামনি ই- কমিউনিকেশন আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস, ডিএমডি, এফসিএ’র হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন দিয়ামনি ই- কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব  এবং দিয়ামনি ই- কমিউনিকেশনের উপদেষ্টা জনাব মোহাম্মদ শাহ্ আলম  কিরণ প্রমুখ।


আমার বার্তা/এমই