পেট্রোবাংলার গ্যাস বিল পরিশোধে শীর্ষে রয়েছে তিতাস গ্যাস
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গত ১৫ জানুয়ারি, ২০২৬ তারিখ বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)’র বোর্ড রুমে পেট্রোবাংলার আওতাধীন গ্যাস সরবরাহকারী ও বিতরণকারী এবং কনডেনসেট বিতরণকারী কোম্পানিসমূহ কর্তৃক ২০২৫ পঞ্জিকাবর্ষে পেট্রোবাংলার পাওনা পরিশোধে অগ্রণী ভূমিকা পালনের জন্য সম্মাননা প্রদান করা হয়।
পেট্রোবাংলার পরিচালক (অর্থ) জনাব এ কে এম মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার মাননীয় চেয়ারম্যান জনাব মো: রেজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে দুইটি ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরিতে সর্বোচ্চ অর্থ পরিশোধ করে প্রথম হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
এ উপলক্ষ্যে তিতাস গ্যাসের সম্মানিত ব্যবস্হাপনা পরিচালক'কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মহোদয়। উক্ত অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ পেট্রোবাংলা ও এর আওতাধীন সংশ্লিষ্ট কোম্পানিসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এল/এমই
