অংশীজনদের থেকে পুঁজিবাজারের সমস্যা শুনে সমাধানের আশ্বাস তারেক রহমানের

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৫:১১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন পুঁজিবাজারের আংশীজনরা। বৈঠকে পুঁজিবাজারের সমস্যাগুলো সম্পর্কে তারেক রহমানকে অভিহিত করেন তারা। পরে তিনি ভবিষ্যতে দেশ ও পুঁজিবাজারের স্বার্থে বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।

বুধবার (২০ জানুয়ারি) তারেক রহমানের গুলশান অফিসে দুই স্টক এক্সচেঞ্জ-ডিএসই ও সিএসই এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান ইমন ও রিচার্ড ডি’ রোজারিও, ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম, বিএমবিএ সেক্রেটারি সুমিত পোদ্দারসহ ডিএসই-সিএসই-ডিবিএ, ও বিএমবিএর নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, পুঁজিবাজারের অংশীজনরা বাজারের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। তারেক রহমান সব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপি ক্ষমতায় এলে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

এ বিষয়ে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন ঢাকা পোস্টকে বলেন, বিএনপির চেয়ারম্যান তাদের প্রতিটি সমস্যার কথা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুনেছেন। তিনি তাদের আশ্বস্ত করেছেন যে, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে শেয়ারবাজারের কাঠামোগত সংস্কার এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মূলত দেশের আর্থিক খাতের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে শেয়ারবাজারকে আধুনিক ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোই ছিল এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু।


আমার বার্তা/এমই