ইউজিসির সাবেক চেয়্যারম্যান ড. কাজী শহীদুল্লাহ্ মারা গেছেন
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১৭:৩৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়্যারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্ মারা গেছেন। অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন ছিলেন।
বুধবার (১৯ মার্চ) তাঁর পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ড. কাজী শহীদুল্লাহ্ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ছিলেন। ২০১৯ সালের মে মাসে চার বছরের জন্য ইউজিসি চেয়ারম্যান পদে নিয়োগ পান তিনি। ২০২৩ সালের ২৫ মে ইউজিসির চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো ফের নিয়োগ পান।
আমার বার্তা/এমই