ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদনের সময় বাড়ল ২ দিন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১১:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর সরকারি সাতটি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। ঢাকা কলেজ অধ্যক্ষ এবং অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক কে এম ইলিয়াসের বরাতে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সময়সীমা ২ দিন বাড়ানো হয়েছে। একইসঙ্গে আবেদন প্রক্রিয়ায় একজন শিক্ষার্থীও যেন বাদ না পড়ে, সে জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি হটলাইন চালু করেছে। নম্বর দুটি হচ্ছে — ০১৯১৪৪৯৪৮৮৮ এবং ০১৭১১৩৭২৪৫৯। আবেদন করতে গিয়ে ন্যূনতম কোনো সমস্যা হলে এই নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। আর হটলাইনে যোগাযোগের পর আবেদন–সংক্রান্ত সমস্যার সমাধান মিলবে তিনটি তথ্য পাঠানোর মাধ্যমে—ইন্টারমিডিয়েট রোল নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের সন।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য আবেদনের কার্যক্রম শুরু হয়েছে। যা শেষ হওয়ার কথা ছিলো ১২ আগস্ট৷ তবে ২ দিন সময় বাড়ানোর কারণে এখন আবেদন চলবে ১৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে—https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি ৮০০ টাকা, যা সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের শাখা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেওয়া যাবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ বা ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে যারা এরই মধ্যে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না। তবে যারা আবেদন প্রত্যাহার করবেন, তাদের ফি ফেরত দেওয়া হবে।

ভর্তির জন্য তিনটি ইউনিটে শিক্ষার্থী নেওয়া হবে—কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিট। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ আগস্ট। ২২ আগস্ট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা। ২৩ আগস্ট সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে।

প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ আগস্ট থেকে, আর আসন বিন্যাস জানা যাবে ২০ আগস্ট থেকে ওয়েবসাইটে।

আমার বার্তা/এল/এমই