বিইউপির ভর্তির আবেদন শুরু, দ্বিতীয়বারও থাকছে সুযোগ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৩:১০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকায় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার শিক্ষার্থীরা দ্বিতীয়বারও আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসির ফলাফলে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় ন্যূনতম জিপিএ ৮ এবং মানবিকে ৭.৫ থাকতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ নভেম্বর থেকে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

১ জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে। ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ভর্তি পরীক্ষা ৯ জানুয়ারি, আর্টস ও সোশ্যাল সায়েন্সের ১০ জানুয়ারি এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের পরীক্ষা ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৭ ডিসেম্বর, আর ফলাফল প্রকাশ করা হবে ১৪ থেকে ২০ জানুয়ারির মধ্যে।

সমস্ত আবেদন অনলাইনে করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০০ টাকা। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আমার বার্তা/এল/এমই