মৃত্যুর পর আমার শরীর কারো কাজে লাগলে শান্তি পাব

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

গতকাল নিজের ৩০তম জন্মদিনে দারুণ এক ঘোষণা দিলেন ‘কাঠবিড়ালী’ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া—মরণোত্তর দেহদান করবেন। মানবিক ও সাহসী এই ঘোষণার মাধ্যমে স্পর্শিয়া জানালেন মৃত্যুর পরও বেঁচে থাকার আকুতি।

স্পর্শিয়া বলেন, ‘মৃত্যুর পর আমার শরীর যদি কারো কাজে লাগে তাতে আমি শান্তি পাব। আমার হার্ট যদি ভালো থাকে আর সেটা যদি স্থানান্তর করা হয় অন্যের শরীরে, তাতে একটা জীবন বেঁচে যাবে।

হয়তো আমিও বেঁচে থাকব তার মাধ্যমে। আমার সব অঙ্গ-প্রত্যঙ্গ যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে।’
এরই মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মরণোত্তর দেহদানের বিষয়টা চূড়ান্ত করেছেন স্পর্শিয়া।

এবি/ওজি