দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রিয় মালতী
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক:
মেহজাবীন চৌধুরীর অভিনীত ২য় সিনেমা ‘প্রিয় মালতী’। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মাতানোর পর এবার দেশের প্রেক্ষাগৃহে খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এ ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
কবে মুক্তি পেতে চলেছে তা এখনও চুড়ান্তভাবে ঘোষণা দেওয়া হয়নি। পোস্ট দিয়ে চরকি কর্তৃপক্ষ বলেন, ‘অপেক্ষার পালা শেষ, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এরপর, আপনাদের “প্রিয় মালতী” আসছে আপনাদের কাছে।’
‘শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিনেমা “প্রিয় মালতী” শিগগিরই আসছে সিনেমা হল-এ। যৌথ প্রযোজনায় ফ্রেম পার সেকেন্ড এবং চরকি।’ মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।
উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।
মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।
আমার বার্তা/এমই