অভাবনীয় উচ্ছ্বাসে ভাবনা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪ | অনলাইন সংস্করণ
তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:
![](/assets/news_photos/2025/02/04/image-41787-1738661287.jpg)
গত ১ ও ২ ফেব্রুয়ারি সিলেট নগর থেকে বেশ দূরে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের পাহাড়ি অরণ্যে আবুল হোসেন কোরেশী প্রকল্প নামক একটি প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানের কর্মীদের জন্য আনন্দ উৎসবের আয়োজন করে। প্রতিষ্ঠানের কর্মীরা সবাই সুবিধা বঞ্চিত পরিবারের নারী ও কন্যা। তবে এখন তারা প্রত্যেকেই সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনে মনে।
তাদের উৎসবের আনন্দের মাত্রা বৃদ্ধি করতে মধ্য মণি হিসেবে জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবীব ভাবনাকে আমন্ত্রণ জানানো হয়। সুবিধাবঞ্চিত পরিবার থেকে উঠে আসা একঝাঁক স্বপ্নবান নারী ও কন্যার সাথে আনন্দ উদ্যাপনের কথা শুনে ভাবনাও ছুটে আসেন রাজধানী ঢাকা ছেড়ে পাহাড়ের পাদদেশে। ভাবনাকে কাছে পেয়েতো অভাবনীয় আনন্দ দোল খায় সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্নে বিভোর মানুষগুলোর মনে। তারা ভাবনাকে সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নাচ ও গান দিয়ে বরণ করে নেয়।
ভাবনা দুই দিন ব্যাপি উৎসবের পুরোটা জুড়েই আনন্দে মেতে ছিলেন এ মানুষগুলোর সাথে। তাদের সাথে তিনিও অংশ নেন হাড়ি ভাঙ্গাসহ দেশীয় বিভিন্ন খেলায়। তাদের সাথে মেতে ওঠেন রং খেলায়ও। পিছিয়ে থাকা নারীদের সাথে ভাবনার মিলেমিশে একাকার হয়ে যাওয়ার মধ্যে কৃত্তি মত্তার লেশমাত্র সাদৃশ্য হয়নি। অভাবনীয় উচ্ছ্বাস ই দেখা যায় তার মাঝে।